বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ ০৬ অক্টোবর দুপুর ১২:০৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম কর্তৃক সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মো: ইমন হত্যাকান্ডে জড়িত ০৫ জন আসামী গ্রেফতার সহ ০১ টি কালো রংয়ের ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার সংক্রান্তে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) বলেন, “কেএমপির পুলিশ কমিশনার স্যারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় গত রাতে সকল ইউনিট একযোগে ব্লক রেড পরিচালনা করি। ফলশ্রুতিতে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা গাবতলার মোড়ে সংঘটিত মো: ইমন (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এসআই(নিঃ) অনুপ কুমার ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোস সহ চেকপোষ্ট করাকালীন একপর্যায়ে সোনাডাঙ্গা বাসষ্ট্যান্ড হইতে ময়ূর ব্রীজগামী বাইপাস রোডস্থ সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক বন্ধ দোকানের সামনে হইতে হত্যার মামলার এজাহারনামীয় আসামী ১) নাজমুস সাকিব জাকারিয়া(২৮), পিতা-মৃত: সিরাজুল ইসলাম, সাং-হোল্ডিং নং-৪৩, শেখপাড়া লোহাপট্টি , থানা- সোনাডাঙ্গা, জেলা-খুলনার কোমরের পিছনের অংশে প্যান্টের ভিতরে গোজা অবস্থায় ০১ টি কালো রংয়ের ওয়ান শুটার গান (যাতে পিস্তলের গুলি ব্যবহার করা হয়) ও পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ০১ টি সাদা কাগজে মোড়ানো ০১ রাউন্ড পিস্তলের গুলি সহ আসামীকে হাতে নাতে গ্রেফতার করে। অপরদিকে অত্র মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) সুকান্ত দাশের একটি চৌকস অভিযানিক টিম কর্তৃক অভিযান পরিচালনা করে রাত ০৩:৩০ ঘটিকার সময় শেখপাড়া এলাকা হইতে আসামী ২) রিয়াজ(৩২), পিতা-শাহাজাহান, সাং-শেখপাড়া লোহাপট্টি, বাদশা হাওলাদারের বাড়ীর পাশে; ৩) বুলু পাটোয়ারী(৩৫) পিতা-আব্দুল হাই পাটোয়ারী, সাং-স্টার সিনেমা হলের গলি, উভয় সোনাডাঙ্গা মডেল থানা, খুলনা মহানগর, খুলনাদ্বয়কে গ্রেফতার করে। অত:পর ভোর ০৪:২০ ঘটিকার সময় শিববাড়ী মোড় এলাকা হতে ৪) আকাশ হাওলাদার(২০) পিতা-মোঃ সবুজ হাওলাদার, সাং-রেলওয়ে কলোনী, প্রভাতী স্কুলের পাশে, থানা-খুলনা সদর এবং ৫) আপন খাঁ(২২) পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-টাইগার গার্ডেনের পিছনে, হকের গলি, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরদ্বয়কে গ্রেফতার করে।”
তিনি এই সময় আরও বলেন যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ সবসময় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা, নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গি নাশকতা কারিদের গ্রেফতার এবং আলামত উদ্ধার, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ রিমান্ডে এনে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে সংক্রান্তে তথ্য সংগ্রহ করা হবে। গ্রেফতারকৃত আসামী নাজমুস সাকিব জাকারিয়া(২৮) এর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অত্র হত্যা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।”
এ সময় কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আবু নাসের আল-আমিন এবং অফিসার ইনচার্জ, সোনাডাঙ্গা মডেল থানা, মমতাজুল হক-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।