সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠেয় চিত্রাংকন প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: জাতীয় পতাকা, মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: জাতীয় স্মৃতিসৌধ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: খুলনা স্মৃতিসৌধ (গল্লামারি), মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: (শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য) বিষয়: গ্রামীণ বাংলাদেশ, মাধ্যম: উন্মুক্ত।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।
১৬ ডিসেম্বর সকাল নয়টায় খুলনা জেলা স্টেডিয়ামে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।