মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

খুলনায় বিএনপি নেতা সরোয়ারসহ ৪জনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার

প্রকাশিত: শনিবার, অক্টোবর ৫, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সরোয়ারসহ ৪জনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, নগরীর খালিশপুর থানার অর্ন্তগত ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার অর্ন্তগত ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন, ফকির শহিদুল ইসলামকে বহিস্কার করেছে বিএনপি।
শুক্রবার (০৪ অক্টোবর) রাতে বিএনপি মিডিয়া সেল মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিজ্ঞপ্তিতে ওই চারজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন