সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, অক্টোবর ২৭, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে রবিবার ইউনিসেফ-এর সহযোগিতায় ‘ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা’ শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বেতার সংলাপে প্রধান অতিথি ছিলেন।
সংলাপে প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ডেঙ্গু মোকাবেলায় শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এডিস মশার বংশ বিস্তাররোধে সবাইকে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত বেতার সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ইউনিসেফ , খুলনা’র চিফ অব ফিল্ড অফিস মোঃ কাউসার হোসেন এবং ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ ইমরুল কায়েস প্যানেল আলোচক ছিলেন ।
বাংলদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামান বেতার সংলাপে স্বাগত বক্তৃতা করেন। ডেঙ্গু মোকাবেলায় কিশোর-কিশোরীদের ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ মামুন আকতার।
বেতার সংলাপে ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ৫০ শিক্ষার্থী অংশ নেয়।