শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে সমকালীন শিল্পকলা ও ইউরোপের চিত্রকলা সম্পর্কে শিক্ষার্থীদের সমৃদ্ধ করার লক্ষ্যে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট (সোমবার) বিকাল ৩.৩০ মিনিটে চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডভিত্তিক সক্রিয় শিল্পী ঊর্মি রায়। তিনি বর্তমানে যুক্তরাজ্যের কেমব্রিজে বসবাস ও কাজ করছেন। তাঁর শিল্পচর্চা অভিবাসন ও সাংস্কৃতিক রূপান্তরের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত, যেখানে নারীত্ব, অন্তর্ভুক্তি, পরিচয় ও স্বজনতার বিষয়গুলো বিশেষভাবে প্রতিফলিত হয়। পাশাপাশি তিনি সংস্কৃতি, প্রাকৃতিক দৃশ্য, সম্প্রদায় ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যকার বিরোধ ও সংযোগ নিয়েও কাজ করেন।
আলোচনায় শিল্পী নিজের শিল্পকর্ম ও ইউরোপের শিল্পশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ইউরোপীয় শিল্পভাবনার বৈশিষ্ট্য তুলে ধরে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করেন। উপস্থিত শিক্ষার্থীরা এ আয়োজন থেকে ইউরোপীয় চিত্রকলা ও শিল্পচর্চা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেন, যা তাদের নিজস্ব শিল্পরচনা ও জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন, রকিব হাসান, মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়, মুহম্মদ খায়রুল হাসান, অনিবার্ণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাপলা সিংহ। এ আর্টিস্ট টকে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।