মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের মাতা সুফিয়া আরজু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৩ ডিসেম্বর রাত ৮টায় ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল বাদ আসর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে খেজুরবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।