সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুবিতে সিটিজেন চার্টার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় সিটিজেন চার্টার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত ত্রৈমাসিক সভা ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সভায় খসড়া সিটিজেন চার্টার ও সেবার বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির সদস্য উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন। এতে বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং ভেতরের ৪৯টি সেবাদান ক্ষেত্র চিহ্নিত করে তার বিভিন্ন দিক উল্লেখ করা হয়। সভার সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সেবাদান কার্যক্রম জোরদারে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট বিভাগ ও শাখা প্রধানদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
সভায় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কানিজ ফাহমিদা, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাশার, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, এপিএ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন