সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

খানাবাড়ী শাহী জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেেক্সের কমিটি গঠন

প্রকাশিত: রবিবার, আগস্ট ২০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনাস্থ খানাবাড়ী শাহী জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বাদ মাগরিব মসজিদ প্র্ঙ্গানে এডহক কমিটির উদ্যোগে এলাকার সর্বস্থরের মুসল্লিদের সমন্বয়ে সকলের মতামতের ভিত্তিতে ৩৫সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এডহক কমিটির আহবায়ক সেখ জিয়াদুর রহমানের সভাপতিত্বে এবং খানাবাড়ী ঐতিহ্যবাহী ঈদগাহ কমিটির যুগ্ন সম্পাদক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এমলাক ঢালীর সঞ্চালনায় সভায় আগামী ২০২৩-২৫ সালের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসাবে সেখ জিয়াদুর রহমান(জিহাদ), সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান (স্বপন), অর্থ সম্পাদক হিসাবে মো. শফিউদ্দিন (শফি) নির্বাচিত হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন সরদার, আনোয়ার খুরশিদ মল্লিক, মো. হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাহিদুর রহমান রাজু, মো. মাসুদ শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ কাজল, সহ-অর্থ সম্পাদক খন্দকার হাসান ইমরান জিতু, প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন সরদার, সহ-প্রচার মো. সেলিম হোসেন, দপ্তর সম্পাদক এনামুল হাসান মাসুদ, কার্যনির্বাহী সদস্য পদে মো. আরিফূল ইসলাম, মো.মিজানুর রহমান, মো. তুহিন শেখ, মো. মোক্তার হোসেন, মো. সজিব এবং মো. রুবল শিকদার এবং উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হিসাবে সাবেক সভাপতি এস এম ইসহাক হোসেন, ওয়ার্ড মেম্বর মো. মামুন শেখ, সাবেক মেম্বর মো. আরিফ হোসেন, সাবেক মেম্বর মো. শহিদুল ইসলাম, খানাবাড়ী ঈদগাহ কমিটির যুগ্ন সম্পাদক মো. এমলাক ঢালী, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জিয়াউর রহমান ফারুকী, মো. মতিয়ার রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. সামছুল হক, ইঞ্জি. মো. গোলাম কিবরিয়া, মো. রফিকুল ইসলাম, ঢালী কামরুল ইসলাম, মো. আনিছ শেখকে নির্বাচিত করেছেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন