মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, জানুয়ারী ৯, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ গ্রাম গাঁজাসহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ খুরশিদ আলম(৩২), পিতা-মৃত: ফজলুর রহমান, সাং-শেখপাড়া মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ কালাম মোল্যা(২৫), পিতা-মৃত: আঃ সালাম, সাং-ছোট বয়রা ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ সোহাগ হাওলাদার(২৬), পিতা-মৃত: সেলিম হাওলাদার, সাং-ইকরী, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-কৃষ্ণনগর চরা ইউনুস মার্কেটের সামনে, থানা-লবণচরা; ৪) মোঃ সোহেল রানা(৪০), পিতা-মৃত: রৃস্তম আলী, সাং-আমিরাবাদ, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং- হাউজিং বাজার পুরাতন কলোনী, থানা-খালিশপুর; ৫) মোঃ মফিজ শেখ(৪৫), পিতা-মৃত: মকবুল শেখ, সাং-মধ্যডাঙ্গা খলিলের মোড়, থানা- দৌলতপুর; ৬) ফুরকান মৃধা(৩০), পিতা-আবজাল মৃধা, সাং-বড় শৌলা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-পশ্চিম নন্দনপুর, থানা-রূপসা, জেলা-খুলনা; ৭) মোঃ মেজবাহ তালুকদার(২০), পিতা-ফিরোজ তালুকদার, সাং-কাজলিয়া বাজারের পাশে, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-খুলনা রেজিস্ট্রি অফিসের পিছনে, থানা-খুলনা এবং ৮) মোঃ সজিব হোসেন(২৬), পিতা-মৃত: আনসার হাওলাদার, সাং-০৩নং কাশেম সড়ক, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।