বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, অক্টোবর ৭, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ রাত্র ০৪:২৫ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর মসজিদ রোডস্থ হোল্ডিং নং-২২ এর দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচ তলায় ধৃত আসামী পারভীন সুলতানা’র বসতঘরের উত্তর পাশের বেড রুমের মধ্য হতে ০১) পারভীন সুলতানা(২৯), স্বামী-মোঃ পলাশ তালুকদার, পিতা-মৃত: ইউনুস সরদার, সাং-গোবরচাকা শাহিনুর মসজিদ রোড, হোল্ডিং নং-২২, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা এবং ০২) মোঃ সেলিম শেখ(৪৯), পিতা-পীর মোহাম্মদ শেখ, সাং-দিঘলিয়া, দক্ষিণপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-গোবরচাকা শাহিনুর মসজিদ রোড, হোল্ডিং নং-২২, ইউনুস সরদারের বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনাদের’কে (১০০০+৩৫০)=১৩৫০ (এক হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য অ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামক ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।