সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, নভেম্বর ১১, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ- কেএমপিতে ডেপুটি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত ডিআইজি (অতিঃ উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি প্রাপ্ত ০৫ জন এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হতে পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত ০১ জন পুলিশ কর্মকর্তার র্যাংক ব্যাজ অলংকরণ করা হয়েছে।
১১ নভেম্বর বিকাল সাড়ে ০৩টায় কেএমপি সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে ডেপুটি পুলিশ কমিশনার হতে অতিরিক্ত ডিআইজি (অতিঃ উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম.এম শাকিলুজ্জামান এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার হতে পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা’কে খুলনা মেট্রেপিলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
কেএমপি’র পুলিশ কমিশনার র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের আনন্দচিত্তে প্রাণঢালা অভিনন্দন জানান। এই পদোন্নতির মাধ্যমে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম, কার্যধারা আরো ত্বরান্বিত করবে এবং প্রত্যেকেই তাদের কর্মের মাধ্যমে দেশের গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু এবং ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম-সহ পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দের পরিবারবর্গ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।