সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়েট ও সিইজিআইএস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং দ্যা সেন্টার ফর এনভাইরনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ০৫ অক্টোবর বৃহস্পতিবার কুয়েটের সভাকক্ষে দ্বিপাক্ষিক এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং দ্যা সেন্টার ফর এনভাইরনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) উভয় প্রতিষ্ঠান কনসালটেন্সি, ডাটা শেয়ারিং, রিসার্চ, ইন্টার্নশীসহ বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিইজিআইএস এর উপদেষ্টা প্রকৌশলী ফজলুর রশীদ এবং সিইজিআইএস এরওয়াটার রিসোর্চ ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোঃ মোতালেব হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপত্বি করেন রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং সিইজিআইএস এর পক্ষে ওয়াটার রিসোর্চ ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোঃ মোতালেব হোসেন সরকার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিনগণ, ইনস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন