শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দিনব্যাপী ন্যাশনাল কেমিক্যাল ফেস্ট ‘রিয়েক্ট্রা ১.০’ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। এই ধরণের জাতীয় পর্যায়ের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি করবে এবং দেশের শিল্প খাতের উন্নয়নে নতুন নতুন আইডিয়া সৃষ্টিতে সহায়ক হবে”। কুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক।
উল্লেখ্য, ওস্তাদ (স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম) নিবেদিত এই ন্যাশনাল কেমিক্যাল ফেস্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। দুই দিনব্যাপী এই উৎসবে কেস স্টাডি কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং কনটেস্ট, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স এবং বিশেষ আকর্ষণ হিসেবে রাসায়নিক জ্বালানি চালিত গাড়ির প্রতিযোগিতা ‘কেম-ই-কার’ অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৩ লক্ষাধিক টাকার প্রাইজ পুল। ২২ ও ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত চলমান এই উৎসবে বিভিন্ন টেকনিক্যাল সেশন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো তুলে ধরার সুযোগ পাবেন।