সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়েটের সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সেন্ট্রাল লাইব্রেরীতে কর্মরত যানবাহন সহকারী (গ্রেড-১) মোঃ সুরুজ্জামান হানিফ এর অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুাষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং বিদায়ী কর্মচারীকে উত্তরীয় পরিয়ে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মচারীকে ক্রেস্ট ও উপহার তুলে দেন যথাক্রমে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও সিএসই বিভাগের প্রফেসর ড. কে এম আজহারুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান। অনুষ্ঠানে লাইব্রেরী কমিটির সদস্যবৃন্দ, লাইব্রেরী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন