মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো) তে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর অংশ হিসাবে ওজোপাডিকো’র আওতাধীন সকল দপ্তর ভবনে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ৮:০০ ঘটিকায় র্যালিসহ জেলা প্রশাসক কার্যালয়,খুলনায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করা হয়। প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন করেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (পরিচালন) মোহাঃ শামছুল আলম। সকাল ৯.৩০ ঘটিকায় ওজোপাডিকো’র সম্মেলন কক্ষে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওজোপাডিকো’র মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আলমগীর কবীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (পরিচালন) মোহাঃ শামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও নির্বাহী পরিচালক (প্রশাসন)-অতিঃ দায়িত্ব মোঃ আখেরুল ইসলাম, এ.এন.এম মোস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) ও নির্বাহী পরিচালক (অর্থ)-অতিঃ দায়িত্ব, প্রধান প্রকৌশলী (এনার্জি, সিস্টেম কন্ট্রোল এন্ড সার্ভিসেস) মো: আবু হাসান, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) এ.টি.এম. তারিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ওএন্ডএম) মোঃ রোকনউজ্জামান। এছাড়াও ওজোপাডিকোতে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বত:স্ফুর্তভাবে উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। পরিশেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
এছাড়াও বাদ জোহর ওজোপাডিকো’র আওতাধীন ২১ জেলায় অবস্থিত সকল মসজিদে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।