সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, নভেম্বর ১১, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় এশিয়ার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। তালিকায় দ্বিতীয় হংকং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।
এ ছাড়া সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে সাতটি ও পাকিস্তানের আছে দুটি বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪০তম। তালিকায় ১৮৭তম স্থানে থেকে দেশের দ্বিতীয় সেরা বুয়েট ও ১৯১তম স্থানে থেকে তৃতীয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
২০২৪ সালের র্যাংকিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে।