সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, আগস্ট ১৯, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ ছয় লাখ টাকায় বাফুফে এলিট একাডেমির ফুটবলারদের পেতে আবেদন করে তিনটি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের দেওয়া তালিকাটা ছিল সাংঘর্ষিক। অর্থাৎ একই ফুটবলারকে একাধিক ক্লাব চেয়েছে। যে কারণে একাডেমির ফুটবলারদের নিলামে তোলার সিদ্ধান্ত নেয় বাফুফে ডেভেলপমেন্ট কমিটি। তারই ধারাবাহিকতায় ২৬ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে একাডেমির ১২ ফুটবলারকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ক্যাটাগরি ‘এ’ ও ক্যাটাগরি ‘বি’ তে এসব ফুটবলারকে বিভক্ত করা হবে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ছয় ফুটবলারের ভিত্তিমূল্য ৫ লাখ এবং ‘বি’ ক্যাটাগরির ৪ কিংবা সাড়ে ৪ লাখ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বাফুফের অন্যতম সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, ‘আমাদের কাছ থেকে শুরুতে ক্লাবগুলো ৬ লাখ টাকায় ফুটবলারকে পেতে চেয়েছিল। এখন যেহেতু নিলাম, সেহেতু ভিত্তিমূল্য কিছুটা কমিয়ে দিয়েছি। যারা সর্বোচ্চ দাম দিতে পারবে, তারাই প্লেয়ার কিনতে পারবে। নিলামে অংশ নিতে আমরা ক্লাবগুলোকে চিঠি দিয়েছি।’