বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে উন্নয়ন হবে – সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: রবিবার, মে ১৪, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে উন্নয়ন হবে। কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের সব খাতে অকল্পনীয় উন্নয়ন করেছে। প্রতিটি ক্ষেত্রেই দেশবাসীকে যুগান্তকারী উন্নয়নের মাধ্যমে সাফল্য এনে দিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশের এই অভাবনীয় উন্নয়নের ফলে বিশ্বের কাছে এখন অনুকরণীয় রাষ্ট্র প্রধান শেখ হাসিনা।

রোববার (১৪ মে) বিকাল ৪ টায় তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বারাসাত ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দলীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুস সালাম মূর্শেদী এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি- জামায়াত ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থেমে যাবে। তারা লুটপাটের রাজত্ব কায়েম করার জন্য ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের সে স্বপ্ন জনগণ কখনো তা পূরণ হতে দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ফের ক্ষমতায় আনতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমডি মফিজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ রাজা মিয়া, শেখ তবিবুর রহমান, জনাব আলী শেখ, এম ফরিদ আহমেদ, মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, শেখ আরিফ হাসান, বাছিতুল হাবিব প্রিন্স, বাদশা মল্লিক, শেখ শারাফাত হোসেন, আরিফুজ্জামান অরুন, শেখ তোফায়েল আহমেদ, ফারুক আহমেদ, কৃষক লীগ নেতা এস এম নাজমুল ইসলাম, স্বেচ্চাসেবক লীগ নেতা শেখ মোঃ আনিছুল হক, খান ফরাদুজ্জামান সুমন, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু, যুবলীগ নেতা সুজ্জাল শেখ, ছাত্রলীগ নেতা শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম, আলিমুল খান প্রমুখ।

এর পূর্বে বিকাল ৩টায় উপজেলা খাদ্য গুদাম চত্ত্বরে ধান চাল সংগ্রহ অভিযান ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন